আজকের বিষয় : পৃথিবীর যেকোন জায়গা থেকে চাঁদের একপিঠই দেখা যায় কেন?
মহাকাশে আমরা যেসব গ্রহ, উপগ্রহ, এমনকী নক্ষত্র দেখি, তারা সকলে নিজের মেরুদন্ড বা অক্ষকে ঘিরে লাট্টুর মতো পাক খায়। নিজের অক্ষকে ঘিরে একবার পাক খেতে পৃথিবী ২৪ ঘন্টা সময় নেয়। চাঁদও নিজের মেরুদন্ডকে ঘিরে ঘুরতে ঘুরতে প্রায় চাকার মতো উপবৃত্তাকার পথে পৃথিবীর চারপাশে পাক খাচ্ছে। পৃথিবীকে ওই উপবৃত্তের ফোকাসে রেখে চাঁদের একবার পাক খেয়ে আসতে লাগে প্রায় ২৭.৩২ নক্ষত্র দিন সময়; আমাদের হিসেবে , মাসখানেকের চেয়ে সামান্য কম। মজার কথা, চাঁদ তার নিজের অক্ষের চারপাশে একবার পাক খেতেও প্রায় ওই একই সময় নেয়। নিজের চারপাশে এবং পৃথিবীকে ঘিরে চাঁদের পাক খাওয়ার সময় সমান সমান। এই কারণেই, পৃথিবীর যেকোনো জায়গা থেকে চাঁদের একদিকের পিঠটাই নজরে আসে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment