Wednesday, May 4, 2016
Home
Trips And Tricks
কম্পিউটারের সিকিউরিটি টিপস : বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তা
কম্পিউটারের সিকিউরিটি টিপস : বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তা
কম্পিউটারের সিকিউরিটি টিপস : বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তা
আন্টি
ভাইরাস:
1.কখনোই
আপনার আন্টিভাইরাসের resident
protection বন্ধ করবেন
না যদিও এটি performance কমে
যায়। প্রয়োজনে
আপনি এটি আপগ্রেড করে
নিতে পারেন।
2.সবসময়ই
চেষ্টা করবেন আপনার আন্টি
ভাইরাস up-to-date রাখার। সবচেয়ে
ভালো হয় আপনার anti virus
এর automaticupdate feature on করে রাখলে।
কখনোই "Do you wantto updae now" ম্যাসেজ টি এড়িয়ে যাবেন
না।
৩.আপনি যদি সবসময়
আপডেট থাকেন এবং আপনার
কম্পিউটারে তেমন কোনো সমস্যা
দৃষ্টিগোচর না হয় তবুও
অন্তত মাসে একবার deep scan করুন।
৪.
সর্বদা একটি জরুরি বুট
ডিস্ক তৈরি এবং এটি
নিরাপদ স্থানে রাখুন।
ফায়ার
ওয়াল
১.
ফায়ার ওয়াল দ্বারা যে
সর্তকতা গুলো প্রদর্শিত হয়
internet এ সেগুলো অনুসন্ধানের চেষ্টা
করুন।
২.
ফায়ার ওয়াল একটি শক্তিশালী
টুলস, এটা ঠিক কি
কাজ করে তা আপনার
বোঝা প্রয়োজন এটা নিরাপদ নাকি
অনিরাপদ। হেলপ
ফাইল পড়ার মাধ্যমে ফায়ার
ওয়ালের সঠিক কনফিগারেশন অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
৩.
যদি আপনি third party firewall চালনা
করে থাকেন তাহলে নিশ্চিত
হন যে আপনি উইন্ডোজ
ফায়ার ওয়ালটি বন্ধ করেছেন।
৪.
আপনি সিস্টেম ট্রে থেকে ডান
বাটনে ক্লিক করে সাময়িকভাবে
ফায়ার ওয়াল ডিসেবর করে
রাখতে পারেন। কারণ
অনেক সময় আপনার পরিচিত
বিপদমুক্ত কোনো সাইটে ফায়ার
ওয়াল ব্লক করে দেয়। কিন্তু
মনে রাখবেন এটি অতি
শীঘ্রই enable করে রাখবেন।
৫.
যখন ফায়ার ওয়ালের কোনো
নোটিস পপ আপ হয়
তখন একটু গুরুত্ব সহকারে
পড়ুন যাতে কোনো খারাপ
কিছু কম্পিউটারে প্রবেশ করতে না
পারে আবার ভালো কোনো
ট্রাফিককে বাধা প্রদান না
করে।
আন্টি
স্পাইওয়ার
২.
রেগুলার স্ক্যান করতে ভুলবেন না। আপনি
চাইলে Schedule
scans আক্টিভ
করে রাখতে পারেন যদি
অপারেটিং সিস্টেম এটি সাপোর্ট করে।আপনার
যদি দীর্ঘ সময় ধরে
স্কান করতে বিরক্ত বোধ
হয় তাহলে আপনি ডাউনলোড
শুধুমাত্র একটি ফোল্ডার করে
রাখতে পারেন এবং নিয়মিত
সেই ড্রাইভটি স্ক্যান করতে পারেন।
তাছাড়া আপনি কুইক স্ক্যান
ও করতে পারেন।
আন্টি
স্প্যাম সফটওয়ার
১
ধৈর্য্য ধরুন আন্টি স্প্যাম
সফটওয়ার নিয়ে বর্তমানে সময়ে
এটি ভালো ফল দিবে।
2.এমনটি
এটি দেখে মনে হয়
আপনার আন্টি স্প্যাম সফটওয়ার
টি মহৎ কাজ করছে
তার পর ও স্প্যাম
মেইল চেক করুন ভালো
কোনো মেইল স্প্যামের মধ্যে
আসতে পারে।
৩.
আপনার আন্টি স্প্যাম সফটওয়ারে
বেশি rules দিবেন না কারণ
তখন এটি ভালো কাজ
করবে না। বরং
এটি ডিফন্ট সেটিং ব্যবহার
করতে পারেন।
Tags
Trips And Tricks#
কম্পিউটারের সিকিউরিটি টিপস : বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তা#
Share This
About Md Hridoy Hossain
I am the person who knows how to enjoy my life as it is the best gift everyone is given. I never give up and have an optimistic approach to all situations that can occur on my way. I appreciate traditional values and still believe in real friendship and sympathy to others. I am sure our world depends on us, I mean the way we treat each other. Well, everything in our hands and love is not an exception. I am here and ready to change my life, to complete it I Belive that Nothing is Impossible if we try enough. I didn't like to follow i liked being followed.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment