Breaking

Tuesday, May 3, 2016

জেনে নিন কে আপনার কম্পিউটার হ্যাক করছে/ট্রেস করুন হ্যাকার কে CMD Promt এর সাহায্যে

জেনে নিন কে আপনার কম্পিউটার হ্যাক করছে/ট্রেস করুন হ্যাকার কে CMD Promt এর সাহায্যে
যদি কেউ আপনার কম্পিউটার হ্যাক করে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা কর তাহলে আপনি কমান্ড প্রম্পট এর সাহায্যে হ্যাকারকে ট্রেস করতে পারবেন।
আপনি command prompt গিয়ে netstat -a লিখে এন্টার প্রেস করুন। তাহলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত কম্পিউটার গুলোর আইপি আড্রেস এর তালিকা।
জেনে নিন কে আপনার কম্পিউটার হ্যাক করছে/ট্রেস করুন হ্যাকার কে CMD Promt এর সাহায্যে
ফলাফলে আপনি দেখতে পাবেন ট্রান্সমিশন ডাটার ধরন Transmission Control Protocol এবং User Datagram Protocol. Local Address বা স্থানীয় ঠিকানা কলাম যেখানে আপনার কম্পিউটারের সাথে একটি বহিস্থিত কম্পিউটার সংযুক্ত হয়।  Foreign বিদেশী ঠিকানা কলাম এ বাহ্যিক যে কম্পিউটারের সঙ্গে আপনার কম্পিউটার যুক্ত আছে তার আইপি আড্রেস দেখা যায়।
State কলামে আপনি কোন State এর সাথে যুক্ত আছেন/আপনার সংযোগটি স্থাপন হয়েছে বা waiting এ আছে/ time out হয়েছে তা দেখা যায়।
এবার যেই আইপি আড্রেস এর সাথে সংযোগ স্থাপন হয়েছে সেটি কপি করে নিন এবং cmd prompt তে টাইপ করুন tracert এবং আইপি এড্রেসট পেস্ট করে এন্টার প্রেস করুন। 
এই ট্রিকস উইন্ডোজ ৭, ৮, ৮.১, এক্সপি এবং উইন্ডোজ এর স পূর্ববর্তী সংস্করণের উপর কাজ করে।
তো বুঝতে পারছেন command prompt কতটা গুরুত্বপূর্ণ।
আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।


No comments: