Breaking

Sunday, May 8, 2016

আপনার কম্পিউটার সাট ডাউন/রিস্টার্ট , রিমোট কন্ট্রোলও লগ অফ করুন কমান্ড প্রম্পটের সাহায্যে

আপনার কম্পিউটার সাট ডাউন/রিস্টার্ট , রিমোট কন্ট্রোলও লগ অফ করুন কমান্ড প্রম্পটের সাহায্যে
আমাদের মধ্যে বেশির ভাগই স্টার্ট মেনু থেকে পাওয়ার বাটন প্রেস করে কম্পিউটার সাট ডাউন করি।
আমাদের মধ্যে কেউ কেউ মেশিনের পাওয়ার বাটন ব্যবহার করি।
খুব কম সংখ্যক মানুষ আসলে একটি কম্পিউটার বন্ধ করতে অন্যান্য উপায় ব্যবহার করে থাকে এমনকি কম সংখ্যক মানুষ যারা একটি কম্পিউটারে কমান্ড প্রম্পট ব্যবহার করে সাট ডাউন করে।
এর একটি কারণ হল অধিকাংশ মানুষ জানে না যে কমান্ড প্রম্পট শুধু কম্পিউটার সাট ডাউন নয় বরং রিস্টার্ট লগ ওফ ছাড়াও রিমোট কম্পিউটারের মাধ্যমে এ্যাডমিনিসট্রাটিভ এক্সেস সম্ভব।
একটি কম্পিউটার হিবারনেট করতে ব্যবহার করা হয়ে থাকে এবং কম্পিউটার সাট ডাউনের মেসেজ দিতে ব্যবহার করা যেতে পারে।

এখন আপনাদের দেখাব কিভাবে এটি সম্ভব।

১. প্রথমে প্রেস করুন Windows Key + R.
2. CMD লিখুন আর এন্টার প্রেস করুন
এটি কমান্ড প্রম্পটের উইন্ডোজ স্টার্ট করবে। এবার আমার প্রদক্ষেপ গুলো অনুসরণ করুন।
CMD সাহায্যে জেনে নিন আপনার প্রতিবেশীদের কেউ আপনার ওয়াইফাই সংযোগ চুরি করছে কিনা

আপনার কম্পিউটার সাট ডাউন করতে :

টাইপ করুন shutdown -s এবং এন্টার প্রেস করুন। এখন shutdown -s কমান্ড executed হয় এবং সুইসকে কম্পিউটার সাট ডাউনের নির্দেশ প্রদান করে।
আপনার কম্পিউটার রিস্টার্ট করতে :
টাইপ করুন shutdown -r এবং এন্টার প্রেস করুন এক্ষেত্রে, কমান্ড সুইচ-r  বন্ধ থাকার পর পুনরায় চালু করতে নির্দেশ প্রদান করে।

কম্পিউটার লগ অফ করতে :

টাইপ করুন shutdown -l এক্ষেত্রে কমান্ড সুইচকে লগ অফ করতে নির্দেশ প্রদান করে।

রিমোট সাট ডাউন

রিমোট কম্পিউটার সাট ডাউন করতে টাইপ করুন shutdown -s -m \\name of the computer এবং এন্টার প্রেস করুন।
রিমোট কম্পিউটার সাট ডাউনের পূর্বে উল্লেখ করা হয়েছে আপনি যে কম্পিউটার রিমোট সাট ডাউনের চেষ্টা করছেন সে কম্পিউটারে আপনার Addministrative access  থাকতে হবে।
আপনার administrative access  আছে জানতে টাইপ করুন windows key + R এবং এন্টার প্রেস করুন।
দ্রষ্টব্য : আপনি যদি রিমোট কম্পিউটারের নাম না জানেন তাহলে cmd promt  এ টাইপ করুন net view এবং এন্টার প্রেস করুন তাহলে আপনাদের সামনে একটি তালিকা উপস্থিত হবে যেখানে আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত কম্পিউটারের তালিকা দেখাবে।
যদি আপনি কম্পিউটারের সাথে কানেক্ট হতে পারেন তাহলে আপনাকে user name  এবং password দিয়ে লগিন করতে বলা হতে পারে। এবার লগিন করার পর আপনার সামনে একটি উইন্ডোজ ওপেন হবে যেখানে আপনি জানতে পারবেন আপনি রিমোট কম্পিউটার সাট ডাউন করতে পারবেন কিনা।

কম্পিউটার হাইবারনেট করতে:

কমান্ড প্রম্পটে টাইপ করুন Rundll32.exe Powrprof.dll,SetSuspendState এবং এন্টার প্রেস করুন। আপনার কম্পিউটার হাইবারনেট হবে আর যদি তা না হয় তাহলে আপনার কম্পিউটারে হাইবারনেট enable করতে হবে।

আপনার কম্পিউটার অথবা রিমোট কম্পিউটার একটি নিদিষ্ট সময় পর সাট ডাউন করুন :

আপনার কম্পিউটার অথবা রিমোট কম্পিউটার 60 সেকেন্ড পর সাট ডাউন করতে টাইপ করুন shutdown -s -t 60  এন্টার প্রেস করুন। কমান্ডটি execute  করার পর আপনানেক একটি কাউন্ট ডাউন টাইমারের সতর্ক বার্তা প্রদর্শন করবে।
এই কমান্ডে -t  কমান্ড সুইচ একটি পরিবর্তনশীল (যা এই ক্ষেত্রে ৬০) এখানে কম্পিউটার ৬০ সেকেন্ডে পরে সাট ডাউন হবে।


No comments: