CMD সাহায্যে জেনে নিন আপনার প্রতিবেশীদের কেউ আপনার ওয়াইফাই সংযোগ চুরি করছে কিনা
কমান্ড প্রম্পট এর সাহায্যে আপনি জানাতে পারেন কেউ আপনার লোকাল এরিয়া কানেকশন ব্যবহার করার জন্য সংযুক্ত আছে কিনা।
নিচের ধাপ গুলো অনুসরণ করুন
1) আপনার ব্রাউজার ওপেন করুন এবং http://192.168.1.1 বা http://192.168.0.1 আড্রেসবারে টাইপ করে এন্টার প্রেস করুন। (http://192.168.1.1 বা http://192.168.0.1)আইপি নাম্বার আপনার রাউটার উপর নির্ভর করে .
2) " Attached Devices"নামে ট্যাব বা অনুরূপ কিছু পাবেন
3) কম্পিউটারের নাম , আইপি ঠিকানা এবং আপনার কম্পিউটার এর MAC ঠিকানা পূর্ববর্তী trick ব্যবহার করে খুঁজুন.
৪) এবার CMD prompt থেকে প্রাপ্ত কম্পিউটারের নাম , আইপি ঠিকানা এবং আপনার কম্পিউটার এর MAC ঠিকানার সাথে মিলিয়ে দেখুন মিলে যাচ্ছে কিনা।
আপনার প্রতিবেশির নেট ব্রা্ডইউথ চুরি করার থেকে বাঁচতে পাসওয়ার্ড ব্যবহার করা উত্তম।
No comments:
Post a Comment