Breaking

Saturday, May 28, 2016

উদয় বা অস্ত যাবার সময় সূর্যকে লাল দেখা কেন?

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : উদয় বা অস্ত যাবার সময় সূর্যকে লাল দেখায় কেন?
উদয় বা অস্ত যাবার সময় সূর্যকে লাল দেখা কেন?

পৃথিবীকে ঘিরে রয়েছে বেশ পুরু বায়ুমন্ডল। আমাদের কাছে পৌঁছতে হলে সূর্যের আলোকে সেই বায়মন্ডল ভেদ করে আসতে হয়। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় সূর্য যখন থাকে দিগন্তের পারে, তখন সূর্যের আলো তির্যকভাবে বায়ুমন্ডলে প্রবেশ করে, ফলে সবচেয়ে পুরু বাতাসের স্তর ভেদ করে তাকে আসতে হয়। বাতাসে ওই স্তরে জলীয়বাষ্প, ধুলোবালি আর নানাধরনের গ্যাস থাকে তাদের কাজ হল, সূর্যের সাতরঙা আলোর দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যরে অংশগুলি (অর্থাৎ, লাল আর হলুদ ) বাদে বাকি অংশটিকে (বিশেষ করে বেগুনি, নীল এবং সবুজ রঙ গুলিকে ) আটকে দিয়ে আকাশের দিকে ফেরত পাঠানো। সূর্যের উদয় বা অস্ত যাবার সমসয় বায়ুমন্ডলের নিম্নতর স্তরের বাসিন্দা অপেক্ষাকৃত স্থূলকায়  কণিকাদের সঙ্গে সূর্যের আলোর মোকাবিলা হয় তাই, ক্ষুদ্রতর তরঙ্গ দৈঘ্যের আলোকে ওই সময় লালচে দেখায়।
http://besteducationpage.blogspot.com/


আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: