আজকের বিষয় : ভোট দেবার সময় ভোটারের আঙ্গুলে যে বিশেষ কালির দাগ দেয়া হয় তা সহজে ওঠে না কেন?
ভোটের সময় আঙুলে লাগানোর জন্য যে কালি ব্যবহার করা হয় তাতে থাকে রুপোর একটি রাসায়নিক যৌগের দ্রবণ। কালো রঙের জন্য ওই দ্রবণে বিশেষ ধরনের রঞ্জকও মেশানো হয়। এই কালি আঙুলে লাগানোর পর, তা আলোর উপস্থিতিতে আঙুলের চামড়ায় যে প্রোটিন থাকে তার সঙ্গে মিশে, আলোক-রাসায়নিক বিক্রিয়ায় তৈরি করে নতুন এক রাসায়নিক যৌগ। রুপোর এই নতুন যৌগটি জলে গোলে না। আঙ্গুলের ওপর ভোটের কালির দাগ চামড়ারই এক উপাদানে পরিণত হয় এবং এই দাগ জলে ধুলেও ওঠে না। বিশেষ ব্যবস্থা না নিলে, শুধু প্রাকৃতিক নিয়মে চামড়া উঠে গেলেই ওই দাগে হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়।আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment