Breaking

Friday, June 17, 2016

মাইক্রোসফটওয়ার্ডে বাংলা লিখতে সমস্যা নিজেই সমাধান করুন খুব সহজে



মাইক্রোসফটওয়ার্ডে বাংলা লিখতে সমস্যা নিজেই সমাধান করুন খুব সহজে

আমরা সবাই কম বেশি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। কিন্তু ওয়ার্ডে বাংলা লিখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হন। যেমন বাংলা লেখার সময় ফন্ট পরিবর্তন হয়ে যায় যেমন আপনি লিখবেন আমাদের কিন্তু বার বার হয়েযাচ্ছে আমাদেও।
আজ আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখার সময় ফন্ট পরিবর্তন হওয়ার কারণ
এবং কিভাবে ফন্ট পরিবর্তন সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব।
প্রথমে নিচের চিত্র টি লক্ষ করুন : 

http://besteducationpage.blogspot.com/

এখানে অনেক গুলো চেক বক্স দেখতি পাচ্ছি যেগুলো চেক করা আছে ( টিক দেওয়া আছে ) এই চেক বক্স গুলো মার্ক থাকার ফলে আমরা যখন বাংলা টাইপ করি তখন ফন্ট পরিবর্তিত হয়ে যায়।

প্রথমে মেনুবারের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করুন


এবার Customize Quick Access Toolbar  এর ক্লিক করুন ফলে


Word Option এর ডায়ালগ বক্স অপেন হবে

 
এখান থেকে Proofing এবং Auto correct option


http://besteducationpage.blogspot.com/



ডায়ালগ বক্সে যে চেক বক্স গুলো চেক করা আছে (টিক দেওয়া আছে)  সেগুলো আনচেক করুন ( টিক উঠিয়ে দিয়ে সেভ করুন । এবার দেখুন আপনি তাদের টাইপ করলে তাদের ই আসবে।





পোস্ট ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 

No comments: