Breaking

Sunday, May 19, 2019

সব দোষ কবি-সাহিত্যিকদের

বল্টু নেমেছে চুরির পেশায়। চুরি করতে করতে একদিন ধরা খেলো-

পুলিশ : কী বল্টু, তোকে না সেদিন ছেড়ে দিলাম, আর সেদিন তুই প্রমিজ করলি- জীবনে আর চুরি করবি না।

বল্টু : আমার কোনো দোষ নাই স্যার। সব দোষ কবি-সাহিত্যিকদের।

পুলিশ : মানে, খুলে বলতো।

বল্টু : সেদিন যাবার পথে একটা জানালায় উঁকি দিলাম, দেখি একটা ছেলে পড়তেছে।

পুলিশ : তাতে সমস্যা কী?

বল্টু : না মানে, পড়তেছে- একবার না পারিলে দেখ শতবার। তাই তো একবার ধরা খেয়েছি তো কী হয়েছে? শতবার চেষ্টা করবো।

No comments: