Breaking

Sunday, May 19, 2019

কাল কত প্রকার
শিক্ষক : কাল কত প্রকার ও কী কী?
ছাত্র : কাল ৩ প্রকার। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কাল!
শিক্ষক : উদাহরণ দে তো!
ছাত্র : আমি গতকাল পড়ি নাই- এইটা অতীত কাল। আমি এখন পড়তেছি না- এইটা বর্তমান কাল। আমি কালকে পড়তে বসবো- এইটা ভবিষ্যৎ কাল!

No comments: