((( কৌতুক || বাপ-বেটা চারশ’ বিশ|| Best Education Page)))
একরাতে স্কুলের হেডমাস্টারের বাড়ির গাছের নারিকেল চুরি হচ্ছে। হেডমাস্টার তা টের পেয়ে গেলেন। তিনি নারিকেল গাছের নিচে চুপিচুপি এসে দাঁড়ালেন। গাছের উপরে তাকিয়ে বললেন-
হেডমাস্টার : এই, এত রাতে গাছে কে রে?
চোর : স্যার আমি পল্টু!
হেডমাস্টার : তুই আমার গাছের নারিকেল চুরি করছিস?
চোর : না স্যার, আমি নারিকেল চুরি করতে আসি নাই। আপনার গাছ থেইকা আমাগো গ্রামটা সুন্দর দেখায়।
হেডমাস্টার : ওই পড়া আমারে পড়াইতে আইস না। আমার সাথে বেয়াদবি? আমার গাছে এত রাতে নারিকেল চুরি করছিস! আবার আমারে ভূগোল পড়াস? দাঁড়া, তোর বাপের কাছে যদি না কইছি। আমি এখনই যাবো তোর বাড়ি।
চোর : স্যার, অতো কষ্ট কইরা না যাইয়া, অল্প কষ্ট কইরা একটু জোরে কন। তাইলে আব্বায় শুনবো।
হেডমাস্টার : মানে?
চোর : মানে, আব্বা আপনার পুকুরের ওই পাশের গাছে, আর কি!
হেডমাস্টার : কি?
চোর : হ্যাঁ, বাপ-বেটা চারশ’ বিশ কি না, তাই।
People Came Here By Searching :
কৌতুককৌতুক ২০১৭
কৌতুক ২০১৬
কৌতুক ছবি
মজার কৌতুক 2016
হাসির কৌতুক ১৮+
সেরা হাসির কৌতুক
মজার কৌতুক 2018
ছোট কৌতুক
কৌতুক বাংলা
কৌতুক ভিডিও
কৌতুক গান
কৌতুক নাটক
কৌতুক ছবি
কৌতুক খবর
কৌতুক গল্প
কৌতুক অভিনয়
**********************************
|
No comments:
Post a Comment