Breaking

Thursday, January 9, 2020

((( কৌতুক ||ভিক্ষুকের নম্বরে ফ্লেক্সিলোড|| Best Education Page)))


((( কৌতুক ||ভিক্ষুকের নম্বরে ফ্লেক্সিলোড|| Best Education Page)))

((( কৌতুক ||ভিক্ষুকের নম্বরে ফ্লেক্সিলোড|| Best Education Page)))

বাদল কলেজে যাওয়ার সময় রাস্তায় এক ঘুমন্ত ভিক্ষুককে দেখতে পেলো। ভিক্ষুকের সামনে একটি সাইনবোর্ড দেখে সে থমকে গেলো। তাতে লেখা, ‘দয়াকরে পয়সা ফেলে শব্দ করে ঘুমের ডিস্টার্ব করবেন না, কাগজের নোট ফেলুন’। এটা দেখে পকেটে হাত দিয়ে বাদল একটি একশ’ টাকার নোট পেলো। কিন্তু পুরোটা তো আর ভিক্ষুককে দেওয়া যায় না। তাই সে ভিক্ষুককে ডেকে তুললো টাকাটা ভাংতি করাতে।

ভিক্ষুকটি উঠে খুব বিরক্তি সহকারে পাশের আরেকটি সাইনবোর্ড বাদলকে দেখালো। যাতে লেখা, ‘১০০ ও ৫০০ টাকার ভাংতি নাই। দয়াকরে ভাংতি দিন’। উপায় না দেখে বাদল বললো-
বাদল : তাহলে আমি ভাংতি করে নিয়ে আসি।
ভিক্ষুক : ভাই, এতো কষ্ট না কইরা আমার নম্বর নিয়া যান, ১০ ট্যাকা ফ্লেক্সি কইরা দিয়েন।

No comments: