Breaking

Thursday, January 9, 2020

সমুদ্রের জল লোনা কেন?


sea water drink, sea water benefits, sea water composition, sea water density, sea water formula, how much salt is in a cup of ocean water, seawater or sea water, composition of seawater pdf,



আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : সমুদ্রের জল লোনা কেন?


সমুদ্রের জল কেন লবণাক্ত, এ নিয়ে বিশেষজ্ঞদের দুরকম মত আছে। একদলের মতে; পৃথিবীর ওপরের ত্বকটি যখন কঠিন হয়ে আসে, তখন সম্ভবত জলীয় বাষ্প, কার্বনের নানা গ্যাস, সালফারের নানা গ্যাস, ক্লোরিন ইত্যাদি বেরিয়ে আসে। তাছাড়া অগ্ন্যুৎপাতের কারণে নানা রাসায়নিক পদার্থও বেরিয়ে আসে। এসবই জিনিস জলীয় বাষ্পে বিক্রিয়া ঘটিয়ে সৃষ্টি করেছে লবণাক্ত দ্রবণের জলরাশি বা সমুদ্র। এই দ্রবণের সিংহভাগটাই আমাদের খাওয়ার লবণ বা সোডিয়াম ক্লোরাইড।
অন্যদলের অনুমান প্রাথমিক অবস্থায় সমুদ্রজলে এত পরিমাণ লবণ ছিলই না। তখন ভূপৃষ্ঠের স্তর ছিল লবণসমৃদ্ধ। ভূপৃষ্ঠের বৃষ্টি সেখানকার লবণগুলি ধুয়ে নিয়ে যুগ যুগ ধরে সমুদ্রে জমা করে। সমুদ্র হয়ে উঠেছে অনেক বেশি লবণাক্ত, আর ভূপৃষ্ঠের লবণ গেছে ততই কমে। আজ এমন একটা অবস্থায় পৌছেছে যেখানে লবনের এই বেড়ে যাওয়া আর কমে যাওয়ার হার সমান হয়ে গেছে। মনে হয়, আজকের সমুদ্রজলের লোনা হবার পেছনে দুটি প্রক্রিয়াই চালু ছিল।


আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: