Breaking

Thursday, January 9, 2020

ব্যাটারির আয়ু শেষ হবার পর তা রেডিও বা টর্চ থেকে সরিয়ে ফেলতে হয় কেন?---জানা-অজানা




ব্যাটারির আয়ু শেষ হবার পর তা রেডিও বা টর্চ থেকে সরিয়ে ফেলতে হয় কেন?---জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : ব্যাটারির আয়ু শেষ হবার পর তা রেডিও বা টর্চ থেকে সরিয়ে ফেলতে হয় কেন ?



ব্যাটারির আয়ু শেষ হবার পর তা রেডিও বা টর্চ থেকে সরিয়ে ফেলতে হয় কেন?---জানা-অজানা


রেডিও বা টর্চে আমরা সাধারণত ড্রাই-সেল ব্যাটারি ব্যবহার করি, যা আসলে হল এমন এক তড়িংকোষ যেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎশক্তি উৎপন্ন হয়। এই তড়িৎ-রাসায়নিক কোষের চারপাশটা জোড়া থাকে দস্তা দিয়ে। এটাই হল ব্যাটারির ঋণাত্বক বা নেগেটিভ তড়িৎদ্বার। কোষের মাঝবরাবর থাকে কার্বন-দন্ড। এটা হল ধনাত্বক বা পজিটিভ তড়িৎদ্বার। কোষের মধ্যে থাকে বিশেষ ধরনের রাসায়নিক যা থেকে তড়িৎ উৎপন্ন হয়। দস্তার খোলের সঙ্গে ক্রমাগত বিক্রিয়ার ফলে দস্তার ক্ষয় হতে থাকে। ব্যাটারির আয়ু সাধারণত যেটুকু সময়ের হয় তার মধ্যে দস্তার তেমন মারাত্বক ক্ষয় হয় না। আয়ু ফুরিয়ে যাবার পর বেশ কিছুদিন ফেলে রাখলে, দস্তার মোড়ক কোনো কোনা জায়গায় পুরোটা ক্ষয়ে গিয়ে ভেতরের রাসায়নিক দ্রব্য বেরিয়ে আসার সম্ভাবনা দেখা দেয় ব্যাটারির খোল ভেদ করে ওই রাসায়নিক দ্রব্য বাইরে বেরিয়ে যদি রেডিওর ভেতরকার তার বা সূক্ষ্ম যন্ত্রাংশের সংস্পর্শে আসে তবে সেসব জিনিসও নষ্ট হয়ে যেতে পারে। রেডিয়ো বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের মধ্যেকার তড়িৎবর্তনীকে ক্ষতির হাত থেকে বাঁচাতেই, ব্যাটারির আয়ু শেষ হবার সেঙ্গ সঙ্গে তা সরিয়ে ফেলা দরকার।


আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
ব্যাটারির আয়ু শেষ হবার পর তা রেডিও বা টর্চ থেকে সরিয়ে ফেলতে হয় কেন?---জানা-অজানা


No comments: