আজকের বিষয় : চোখের পাতা কখনো কখনো নাচে কেন?
চোখের পাতা বন্ধ হওয়া বা খুলে যাওয়া নির্ভর করে দুটি পেশির ওপর। এদের একটি থাকে চোখের ওপরের পাতায়, অন্যটি থাকে নীচের পাতায়। চোখের পাতা বন্ধ বা খোলার ব্যাপারে নির্দেশ আসে মগজ থেকে। ওই নির্দেশ বৈদ্যুতিক চার্জের আকারে ¯œায়ু মারফত চোখের পাতায় পৌছায়। সাময়িক কোনো কারণে যদি চোখের পাতায় থাকা বিশেষ পেশি দুটোকে বৈদ্যুতিক চার্জ পৌঁছে দিতে না পারে, তবে চোখের পাতা নাচতে থাকে। ¯œায়ু থেকে পেশিতে বৈদ্যুতিক চার্জ পৌছানোর সঙ্গে সঙ্গে চোখের কাপুনি বন্ধ হয়ে যায়।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment