Breaking

Thursday, January 9, 2020

শীতকালে তেল মেখে গায়ে জল ঢাললে ঠান্ডা কম লাগে কেন? -- জানা-অজানা

শীতকালে তেল মেখে গায়ে জল ঢাললে ঠান্ডা কম লাগে কেন? -- জানা-অজানা

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : শীতকালে তেল মেখে গায়ে জল ঢাললে ঠান্ডা কম লাগে কেন?

শীতকালে তেল মেখে গায়ে জল ঢাললে ঠান্ডা কম লাগে কেন? -- জানা-অজানা


ঠান্ডা কম লাগার কারণ মোটামুটি তিনটে। প্রথমত, গায়ে তেল মাখার পর গায়ের ওপর যে তেলের আস্তরণ পড়ে তা ঠান্ডা জল আর শরীরের চামড়ার মাঝখানে বাধার সৃষ্টি করে। এর ফলে, ঠান্ডা জলের সংস্পর্শে এলেও শরীর থেকে তাপ বেরোয় কম। দ্বিতীয়ত, তেল মাখার ফলে গা পেছল হয়ে যায়। এই কারণে, গায়ে জল ঢাললে সেই জল এক জায়গায় আটকে না থেকে চট করে গড়িয়ে যায়। এতেও শরীর থেকে তাপ বেরিয়ে যাবার সম্ভাবনা কমে। তা ছাড়া, তেল মাখার সময় হাতের ঘষটানি শরীরের চামড়ায় রক্তচলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। ওই রক্ত উষ্ণতর বলে চামড়ায় তাপ বৃদ্ধি করে; তা ছাড়া ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার দরুন জন্য গায়ে জল ঢালার পর ঠান্ডাটা লাগে কম।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: