আজকের বিষয় : বেশিক্ষণ জল ঘাঁটলে হাত-পায়ের চামড়া কুঁচকে যায় কেন?
আমাদের চামড়ার নীচে অজ¯্র রক্তনালী এসে মিশেছে। জল বা ঠান্ডা জিনিসের ছোঁয়ায় এই রক্তনালীগুলি সংকুচিত হয়। চামড়ার নীচে রক্তবহা নালীগুলি অনেকক্ষণ ধরে কুঁচকে থাকলে তার প্রভাব পড়ে চামড়ার ওপরেও। ত্বকের ভেতরের ডার্র্মিস স্তর যেখানে এসে রক্তনালীগুলি মিশেছে, তা সংকুচিত হয়ে যাবার ফলে চামড়ার ওপরের এপিডার্মিস স্তরও আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে। এই কারণেই হাত বা পা বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখলে তার চামড়া কুচকে যায় তবে ঠান্ডা জলের তুলনায় গরম জলে হাত-পা ডুবিয়ে রাখলে চামড়া কম কুঁচকোয়। গরম জলের পৃষ্ঠটান কম বলে চামড়ার এপিডার্মিস স্তর খানিকটা জল শুষে নিয়ে ফুলেফেঁপে ওঠে। এতে চামড়ার খানিকটা টানটান হয়ে যায় । তা ছাড়া, জলের উষ্ণতা বেশি হলে চামড়ার ভেতরের রক্ত নালী গুলি সেই জলের স্পর্শে কুঁচকে যায় না। এই কারনেই গরম জলে ¯œান করলে চামড়া টানটান আর মসৃণ দেখায়।
No comments:
Post a Comment