Breaking

Thursday, January 9, 2020

রং করার কিছুদিন পর ঘরের দেয়ালে চকচকে ভাবটা চলে যায় কেন?

paint colors for house, paint colors for living room, glidden paint colors, behr paint colors, paint colors for bedrooms, paint colors home depot, wall paint colors,
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : রং করার কিছুদিন পর ঘরের দেয়ালে চকচকে ভাবটা চলে যায় কেন?

paint colors for house, paint colors for living room, glidden paint colors, behr paint colors, paint colors for bedrooms, paint colors home depot, wall paint colors,



ঘরের দেয়ালে যখন রং করা হয় তখন সেই রঙের আস্তরণের দরুন দেয়ালের গা হয় সমৃণ, অর্থাৎ রঙের প্রলেপ দেয়ালে ওপরকার এবড়োথেবড়ো চেহারাটাকে ঢেকে দেয়। মসৃণ  দেয়ালে আলোর নিয়মিত প্রতিফলন হয়, যার অর্থ আলো দেয়ালের গায়ে ধাক্কা খেয়ে সোজাসুজি আমাদের চোখে এসে পড়ে । কিছুদনি পর, দেয়াল যখন নোংরা হয় অথবা দেয়ালে যখন ধুলোবালি জমে, তখন দেয়ালের গা আর আগের মতন মসৃন  থাকে না। তা ছাড়াও, বাতাসে নানা সক্রিয় গ্যাসের উপস্থিতি দেওয়াল রং করার কিছুদিন বাদেই রঙের প্রলেপের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে প্রলেপের কার্যকারিতা নষ্ট করে দেয়। তখন চকচকে ভাবটা ম্লান হয়ে যায়। ফলে, আলো দেয়ালে পড়ার সঙ্গে সঙ্গে আর আগের মতো আমাদের চোখে পৌছতে পারে না, বরং চারদিকে এলোমেলোভাবে ছড়িয়ে যায়। এটা হল আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। যে পরিমাণ আলো দেয়ালে গিয়ে পড়ে তার পুরোটা আর আমাদের চোখে ফিরে আসে না বলেই দেয়াল  আগের মতো চকচকে দেখায় না। বাড়ির বাইরের দেয়ালে নোংরা ধুলোবালি ছাড়াও সূর্যের আলো বেশি পরিমাণে পড়ে। এতে রঙের প্রলেপ নষ্ট হয় তাড়াতাড়ি। এই কারণেই ঘরের ভেতরের দেয়ালের তুলনায় বাড়ির বাইরের দেয়ালের ঔজ্জ্বল্য আরও তাড়াতাড়ি চলে যায়। 
paint colors for house, paint colors for living room, glidden paint colors, behr paint colors, paint colors for bedrooms, paint colors home depot, wall paint colors,

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: