Breaking

Thursday, January 9, 2020

ফাউন্টেন পেনের নিব সামান্য চেরা থাকে কেন?


ফাউন্টেন পেনের নিব সামান্য চেরা থাকে কেন?
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : ফাউন্টেন পেনের নিব সামান্য চেরা থাকে কেন?


ফাউন্টেন পেনের নিব সামান্য চেরা থাকে কেন?



ফাউন্টেন পেন বা ঝরনা-কলম দিয়ে লেখার সময় কলমের নলে জমে থাকা কালি বাইরে বেরিয়ে এসে কাগজে পড়ে এবং শুকিয়ে গেলে সেখানে দাগ সৃষ্টি করে। কলমের মুখ থেকে কালি যদি সমান গতিতে বেরোয় তবে কালির দাগগুলো সমান প্রস্থের হয়। কালির প্রবাহে বাধা পড়লে কাগজের ওপর কালির দাগগুলো কখনো মোটা আবার কখনো সরু হয়ে পড়ে। অভিকর্ষ এবং পৃষ্ঠটান এই দুইয়ের প্রভাবে পেনের নল থেকে কালি বেরিয়ে এসে নিবের সামনের খাঁজকাটা প্লাস্টিকের ভেতর দিয়ে (সাধারণত যাকে কলমের ‘জিভ’ বলা হয়) নিবের মাঝ বরাবর একটি গর্তে জমা হয়। কাগজে লেখার সময় নিবের ওপর যে চাপ পড়ে তার ফলে নিবের মুখের চেরা অংশ সামান্য ফাঁক হয়ে যায়। নিবের মুখে এই ফাঁকটা একটা অত্যন্ত সূক্ষ্ম নলেরর মতন কাজ করে। ক্যাপিলাপরি ফোর্স বা কৌশিক ক্রিয়ার ফরে প্লাস্টিকের খাঁজকাটা জিভ ও নিবের মাঝের গর্তে জমে থাকা কালি সূক্ষ্ম নল বেয়ে নিবের ডগায় এসে হাজির হয়। নিবের মুখ চেরা না থাকলে কালি এসে নিবের গর্তে জমা হলেও নিবের ডগা পর্যন্ত পৌছতে পারত না এবং তার ফলে কাগজের ওপর কালির আচড়ও পড়ত না। নিবের চেরা অংশটা আবার ভালব হিসেবেও কাজ করে।
পেনটাকে কাগজের ওপর থেকে সরিয়ে নেওয়ামাত্রই নিবের চেরা অংশটা বুজে যায় এবং কালি যাওয়ার সূক্ষ্ম নলটার আর অস্তিত্ব থাকে না। ফলে, কলম থেকে আর কালিও বেরায় না।

ফাউন্টেন পেনের নিব সামান্য চেরা থাকে কেন?
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।


No comments: