Breaking

Thursday, January 9, 2020

লজ্জায় মুখ লাল হয় কেন? --জানা-অজানা


লজ্জায় মুখ লাল হয় কেন? --জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : লজ্জায় মুখ লাল হয় কেন?

লজ্জায় মুখ লাল হয় কেন? --জানা-অজানা

আমাদের শরীরের নানা গ্রন্থি আছে, যা থেকে পরিমাণ মতো হরমোন বা গ্রন্থিরস বেরোনোর ফলে শরীরের কলকবজাগুলো ঠিকঠাক কাজ করে। লজ্জা বা রাগের সময় শরীরে অ্যাডরিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন হৃৎপিন্ডের গতি, রক্তপ্রবাহ গতি এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। মজার কথা, অ্যাডরিনালিন শরীরের সব জায়গার রক্তনালীকে সংকুচিত করে; কেবলমাত্র মুখের চামড়ার নীচে থাকা রক্তজালিকাগুলির ওপর অ্যাডরিনালিনের প্রভাব নেই। অন্য রক্তনালিগুলি সংকুচিত হবার সঙ্গে সঙ্গে মুখের রক্তজালিকাগুলিতে রক্তের প্রবাহ এবং রক্তচাপ বাড়ে। মুখের রক্তজালিকাগুলি গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকায় ওইসব জায়গায় রক্ত চলাচল বেড়ে যায়। এই কারণেই, মুখের রং লাল বা গোলাপি দেখায়। বড়দের তুলনায় ছোটদের মধ্যে এবং ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে আবেগ বেশি থাকে বলে, তুলনামূলকভাবে লজ্জায় বা রাগে এদের চোপমুখ বেশি লাল হয়।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: