আজকের বিষয় : অতিরিক্ত ভয় পেলে মানুস অজ্ঞান হয়ে যায় কেন?
যখন আমরা চারপাশের অবস্থা সম্মন্ধে ওয়াকিবহাল থাকি, অর্থাৎ আমাদের অনুভূতিগুলি সজাগ থাকে এবং প্রয়োজনমতো আমরা প্রতিক্রিয়া দেখাতে পারি তখনই আমরা সজ্ঞান বা সচেতন অবস্থায় থাকি। যখন জেগে থাকি, আমাদের গায়ের কাছে মশা ভনভন করলে আমরা সেটাকে মারার চেষ্টা করি। মশা মারাটা হল আমাদের প্রতিক্রিয়া। ঘুমন্ত অবস্থায় মশা কামড়ালেও আমরা ওই প্রতিক্রিয়া দেখাতে পারি না। যদি কোনো কারণে আমাদের মস্তিষ্কের কাজগুলি, বিশেষ করে অনুভূতির ক্ষমতা লোপ পায় সেটাই হয় অজ্ঞান অবস্থা। ভয়ের অনুভূতি আমাদের কাছে অপ্রীতিকর। ভয়ের কোনো ঘটনা ঘটলে তাকে সামাল দেওয়া যায় পালিয়ে, অথবা সেই অবস্থার মুখোমুখি হয়ে। যখন এ দুটোর কোনোটাই সম্ভব হয় না, তখন ভয় আরও বেড়ে যায়। এই অবস্থায় আমাদের অবচেতন মন মস্তিষ্কের ¯œায়ুকেন্দ্র গুলিকে দমন করে অনুভূতি গুলিকে লুপ্ত করে। এই সময় মস্তিষ্কে রক্তের জোগান ও সাময়িকভাবে কমে যায়। এরই ফলে আমরা অজ্ঞান হয়ে পড়ি। সেদিন থেকে দেখলে, এটা হল ভয়ের অবস্থা থেকে নিজেকে সরিয়ে নেবার এক প্রকৃতিদত্ত ক্ষমতা। যে মানুষের সহ্যক্ষমতা বেশি, অতিরিক্ত ভয় পেলেও তার ¯œায়ুগুলি সজাগ থাকে। সে চট করে অজ্ঞান হয় না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment