Breaking

Thursday, January 9, 2020

শীতের সকালে কুয়াশা থাকে কেন?



how is fog formed, types of fog, fog vs mist, valley fog, what causes fog in the morning, what is fog made of, evaporation fog, upslope fog,
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : শীতের সকালে কুয়াশা হয় কেন?


how is fog formed, types of fog, fog vs mist, valley fog, what causes fog in the morning, what is fog made of, evaporation fog, upslope fog,


কুয়াশা ভূপৃষ্ঠতলের কাছাকাছি সৃষ্ট একজাতীয় মেঘ। উচ্চতর তাপাঙ্কে বাতাস অধিকতর জলীয়বাষ্প ধারণে সক্ষম, নি¤œতর তাপাঙ্কে ধারণক্ষমতা কম। দিনের বেলায় উচ্চতর তাপাঙ্কে বাতাস অনেকখানি জলীয়বাষ্প ধরে রাখে। শেষরাতে আহাওয়ার তাপাঙ্ক কমে যায়। তখন ধারণক্ষমতার তুলনায় জলীয়বাষ্প বাতাসে বেশি থাকে। সেটা তখন বাড়তি হয়ে বর্জিত হয়। এই বর্জিত জলীয়বাষ্পই বায়ুতে ধূলিকণা, লবণ ইত্যাদির সঙ্গে মিশে, স্থির বাতাসে নি¤œ উচ্চতার মেঘ বা কুয়াশা হয়ে দেখা দেয়। শীতের ভোরেই তাপাঙ্ক উপযুক্ত পরিমাণে নেমে যায়। আর, শীতল পরিবেশে বায়ুর গতিও যথেষ্ট হ্রাস পাওয়ায় কুয়াশা সৃষ্টি হয়।

how is fog formed, types of fog, fog vs mist, valley fog, what causes fog in the morning, what is fog made of, evaporation fog, upslope fog,

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: