আজকের বিষয় : স্বপ্ন দেখি কেন?
ঘুম হয় দু-ধরনের । প্রথমটা হল হালকা ঘুম। ঘুমের এই অবস্থা চোখের তারা বেশ নড়াচড়া করে। দিত্বীয়টা হল গাঢ় ঘুম, যে সময়ে চোখের তারা স্থির থাকে। হালকা ঘুমের সময়েই আমরা সাধারণত স্বপ্ন দেখে থাকি।
মানুষের স্বপ্নকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় আমাদের চেতন মনের গভীরে আছে একটা অবচেতন মন। আমরা যখন জেগে থাকি, তখন আমাদের ভাবনা-চিন্তা-আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে চেতন মন। যেই আমরা ঘুমিয়ে পড়ি, অমনি আমাদের অবচেতন মন কাজ করতে শুরু করে। অবচেতন মনে জমে থাকা অতৃপ্ত আশা-আকাঙ্খা স্বপের রূপ ধরে মনের চেতন স্তরে উঠে এসে পরিতৃপ্তির রাস্তা খোঁজে। ধরা যাক, একটা ছেলে বা মেয়ে বন্ধুদের সামনের অপমানিত হল। এমন হতে পারে , শারীরিক বা মানসিক দুর্বলতার জন্য সে তখনই অপমানের জবাব দিতে পারল না। ওই ঘটনার কিছুক্ষণ পরে সে তার অপমানের কথা ভুলে গেলেও তার অবচেতন মনে প্রতিশোধ নেওয়ার আকাঙ্খা রয়ে গেল। রাত্রে সে স্বপ্নে দেখল যে তাকে অপমান করেছিল তার বিরাট কোনো ক্ষতি হয়েছে। এভাবেই তার অবচেতন মনের আকাঙ্খা তৃপ্ত হতে পারে। আর একধরনের স্বপ্ন লোকে প্রায়ই দেখে থাকে; এগুলিকে বলা যায় ভয় বা উদ্বেগের স্বপ্ন। যেমন, কারও প্রিয়জন হয়তো খুবই অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে সে হয়তো স্বপ্ন দেখবে , পাহাড় কিংবা উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে সে যেন গড়িয়ে পড়ছে। উদ্বেগ- উৎকণ্ঠাই এজাতীয় স্বপ্নের জন্য দায়ী।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment