Breaking

Thursday, January 9, 2020

ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?


ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?,
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?


ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?,


কালো রঙের জিনিসের গুণ হল তার ওপর সূর্যের  আলো এসে পড়লে আলোর প্রায় সবটাই সে শুষে নেয়। আলোর সঙ্গে সঙ্গে তাপও কালো জিনিসটি শুষে নেয়। পরে তা আস্তে আস্তে বিকিরণ প্রক্রিয়ায় ছেড়েও দেয়। ছাতার কাপড় কালো বলে সূর্যের উত্তাপ এসে পড়ার পর প্রথমে কালো কাপড় তা ভালো করে শুষে নেয়। পরে, আবার ওই শুষে নেওয়া তাপকে বিকিরিত করে চারদিকে ছড়িয়ে দেয়। এর ফলে যে মানুষটি ছাতার নীচে থাকে তার কিছুটা গরম লাগারই কথা। আবার গরমটা বেশি বোধ হয় যদি মানুষটি ছাতা মাথায় দিয়ে রোদ্দুরে এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে থাকে এবং সেখানটায় হাওয়ার বেগ যদি বেশি না হয়। চলতে শুরু করলে হাওয়ার বেগ এমনিতেই বাড়ে। কালো রঙের ছাতার ভেতরে যে তাপ সৃষ্টি হয়, ছুটন্ত বাতাসের দরুন তা চারপাশে সহজেই ছড়িয়ে যায়। ফলে ছাতাধারীর তেমন অস্বস্তি হয় না। কালো রঙের বদলে ছাতার কাপড়ের রং সাদা রঙের হলে সূর্যের আলো এবং তাপকে তা শোষণ করে না। আলো ও তাপের প্রায় সবটাই ফিরিয়ে দেয় উৎসের দিকে। ফলে ছাতার নীচের মানুষটিও গরমের হাত থেকে বেঁচে যায়। তবে ছাতার কাপড়ের রং সাদা বা হালকা হলে তা সহজেই ময়লা হয়। সেজন্য ছাতার রং কালো হওয়াটাই সুবিধেজনক। এখন ছাতার ওপরের দিকটা হয় কালো কিংবা গাঢ় রঙের আর নীচের দিকটা হয় হালকা বা সাদা রঙের।

ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?,

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।


No comments: