আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : খসখসে বা চকচকে কাগজে লিখতে অসুবিধে হয় কেন ?
সেলুলোজ জাতীয় জিনিস থেকে তৈরি বলে কাগজের গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যা খালি চোখে বোঝা যায় না। লেখার সময় কলমের কালি ওইসব ছিদ্র দিয়ে ঢুকে কাগজের সঙ্গে আটকে যায়। পরে কালির কলীয় অংশটা উবে যায়, পড়ে থাকে রঞ্জক কণাগুলো। এই কারণেই, কালি দিয়ে লেখা শব্দ অথবা কালির দাগ স্থায়ীভাবে থেকে যায় কাগজের গায়ে। কাগজের ওপর লেখার সময় যখন কলম চালাই তখন আসলে আমরা কাগজের ওপর দিয়ে কলমকে ঘষে নিয়ে যাই। কাগজের ওপর দিয়ে কলমকে ঘষে নিয়ে যাবার সময় যে ঘর্ষণবলের সৃষ্টি হয় তার ওপর নির্ভর করে লেখাটা ঠিকমতো হবে কি হবে না। কাগজ যদি খুবই খসখসে হয় তবে ঘর্সণবল খুবই বেড়ে যায়, অর্থাৎ কলমের ওপর বাধা আসে বেশি, কলম যেন সরতেই চায় না। আবার, চকচকে কাগজের লেখাটা খুবই অসুবিধেজনক। সাধারণত, চকচকে কাগজের গায়ে লাগানো থাকে বিশেষ ধরনের প্রলেপ। কাগজের সূক্ষ্ম ছিদ্রগুলো এ ফলে বন্ধ থাকে। তাই কাগজের গায়ে কালি ধরতেই চায়না। আবার, সমৃণ কাগজের ঘর্ষণবলও কম। ফলে, চকচকে কাগজে লেখার সময় কলমের অগ্রভাগটা ( যেখানে থেকে কালি নির্গত হয়) পিছলে যায় এবং লেখাটা কাগজের গায়ে ঠিকমতো ফোটে না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment