Breaking

Thursday, January 9, 2020

রঙিন কাঁচ গুড়ো করলে সাদা হয়ে যায় কেন? -- জানা-অজানা

রঙিন কাঁচ গুড়ো করলে সাদা হয়ে যায় কেন?  -- জানা-অজানা

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : রঙিন কাচ গুঁড়ো করলে সাদা হয়ে যায় কেন?


রঙিন কাঁচ গুড়ো করলে সাদা হয়ে যায় কেন?  -- জানা-অজানা



সূর্যের সাদা আলোয় আছে সাতটা রং। পরপর সাজালে, রংগুলি হল: বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আলো যখন রঙিন জিনিসের ওপর পড়ে, তখন সেই জিনিসটির নিজের রং ছাড়া বাকি ছটা রংকে শুষে নিয়ে শুধু নিজের রঙের এলাটিকেই ফিরিয়ে দেয় আমাদের চোখের দিকে। জিনিসটার গা যত সমৃণ হবে, আলোর প্রতিফলনও ততই নিয়মিত হবে। আমাদের চোখে এসে পড়া রঙিন আলোর পরিমান যত বাড়বে, জিনিসটির রং ততই গাঢ় বলে মনে হবে।
রঙিন কাঁচ গুড়ো করলে সাদা হয়ে যায় কেন?  -- জানা-অজানাসাধারণত কাচের গা যেহেতু খুবই মৃসণ, তাই কাচের গায়ে আলো পড়ার পর , কাচটি যে রঙের কেবলমাত্র সেই রঙের আলোর প্রায় সবটাই আমাদের চোখে সরাসরি চলে আসে। কাচকে গুঁড়ো করার পর তার গা বা তলটা হয় চূড়ান্ত অসমৃণ বা এবড়োথেবড়ো। এ অবস্থায় আলোর প্রতিফলন এতটাই বিক্ষিপ্ত হয়ে পড়ে যে প্রতিফলিত আলোর সব তরঙ্গদৈর্ঘ্যরে আলোক রশ্মিই মিলেমিশে আমাদের চোখে ধরা দেয়। এই কারণেই, যে রঙেরই কাচ হোক না কেন, গুড়ো করার পর তার রং সাদা দেখায়। তবে কাচগুড়োকে জলে ভেজালে তার ওপর জলে যে আস্তরণ পড়ে তাকেত ধাক্কা খেয়ে রঙিন আলোর খানিকটা অংশ আমাদের চোখে এসে পড়ে। কাচগুড়ো তার আসল রঙের খানিকটা ফিরে পেয়েছে বলে মনে হয় তখন।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: