Breaking

Thursday, January 9, 2020

লাল রঙের জামা গায়ে দিয়ে রোদ্দুরে বেরোলে গরমটা বেশি লাগে কেন? -- জানা-অজানা


লাল রঙের জামা গায়ে দিয়ে রোদ্দুরে বেরোলে গরমটা বেশি লাগে কেন? -- জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : লাল রঙের জামা গায়ে দিয়ে রোদ্দুরে বেরোলে গরমটা বেশি লাগে কেন?



রঙিন জিনিসের বেশিষ্ঠ্য হল তার ওপর সূর্যের আলো পড়লে কমবেশি আলো আর তাপ সে শোষণ করতে পারে। কালো রঙের জিনিসের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। আবার সাদা রঙের জিনিস সূর্যের আলো তাপ দুটোকেই ফিরিয়ে দেয়। সূর্যের সাত রঙের মধ্যে তাপ শোষণ করার ক্ষমতা এক-এক রঙের এক-এক রকম। বর্ণালির দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যরে শেষে আছে লাল রঙ। কালো রঙকে বাদ দিলে লাল রঙেরই তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। বর্ণালির তরঙ্গদৈর্ঘ্য যত হ্রস্বতর প্রান্তের দিকে থাকে অর্থাৎ, কমলা থেকে হলুদ, তার থেকে সুবজ ততই তাপ শুষে নেবার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। এভাবে কমতে কমতে নীল বা বেগুনির তাপ ধরার ক্ষমতা সবচেয়ে কম হয়ে পড়ে। ফলে গরমকালে রোদ্দুরে বেরোতে হলে লাল রঙের জামার বদলে সাদা অথবা বেগুনি, নীল-এসব রঙের জামাকাপড় পরাটাই আরামদায়ক, কারণ এতে শরীরকে কম তাপ সইতে হয়।
লাল রঙের জামা গায়ে দিয়ে রোদ্দুরে বেরোলে গরমটা বেশি লাগে কেন? -- জানা-অজানা
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: