আজকের বিষয় : বয়স বাড়লে চুল পাকে কেন?
আমাদের চুলের রয়েছে তিনটে স্তর। ওপরের স্তরটিকে বলা হয় কিউটিকল, মাঝের স্তরটি হল কর্টেক্স, এবং একবারে ভেতরের স্তরটিকে বলা হয় মেডুলা। মাঝের স্তর বা কর্টেক্সে থাকে মেলানিন নামে একধরনের রঞ্জক পদার্থ, যার জন্য চুলে রং হয় কালো। এই মেলানিন কী পরিমাণে তৈরি হবে তা নির্ভর করে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের ওপর। মাথার চামড়ার নীচে চুলের গোড়ায় থাকা এক ধরনের বিশেষ কোষ থেকে এই হরমোন বেরিয়ে আসে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই কোষগুলি তাদের কাজ কমিয়ে দিতে থাকে। কোষগুলি অকেজো হওয়ার সঙ্গে সঙ্গে মেলানিন তৈরিও বন্ধ হয়। আস্তে আস্তে চুলে রং তখন সাদা হতে শুরু করে।
অল্প বয়সেও অবশ্য অনেককের চুলে পাক ধরে। বংশগত কারণে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম বেরোলে এমনটা হতে পারে; আবার শারীরিক বা মানসিক পরিশ্রম যাদের বেশি করতে হয় অনেক সময় তাঁদের শরীরে অ্যাডরিনালিন ও কর্টিকোস্টেরয়েড নামে দুটো হরমোনের ক্ষরণ বেশি হয়। এর ফলে আবার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম বেরোয়। মেলানিন কম, তৈরি হয় এবং অসময়ে চুলে পাক ধরে ।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment