আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : প্যাঁচাদের শুধু রাতেই দেখা যায় কেন?
প্রাণীদের চোখে দুরকমের কোষ থাকে। সেগুলো হল, রড আর কোন। রড-কোষ আধো-অন্ধকারে অর্থাৎ মৃদু আলোয় ভালো কাজ করে। কোন-কোষ জোরালো আলোয় সক্রিয় হয় এবং রং চিনতে সাহায্য করে। প্যাচার চোখে রড কোষের সংখ্যা কোণ এর তুলনায় অনেক বেশি বলে মৃদু আলোয় এরা ভালো দেখে। তা ছাড়া, শরীরের তুলনায় প্যাঁচার চোখ রীতিমতো বড় বলে, প্রায় অন্ধকারে সামান্য যেটুকু আলো থাকে তার অনেকটাই এদের চোখের ভেতর ঢুকতে পারে এবং এরা সেই আলোয় পরিষ্কার দেখতে পায়। প্যাঁচার শোনার ক্ষমতাও আর পাঁচটা পাখির তুলনায় অনেক বেশি। রাতের নিস্ততব্ধ পরিববেশে আওয়াজ শুনে এরা লক্ষ্যবস্তুকে খুজে নিতে পারে। প্যাঁচার পালক বেশ নরম হওয়ায়, ওড়ার সময় ডানার শব্দ হয় না। নিঃশব্ধে শিকার ধরার পক্ষে এটা একটা বাড়তি সুবিধে। প্যাঁচার ডানায় জোর কম বল একবারে বেশি দূর উড়ে যেতে পারে না। এদের ওড়ার গতিও কম। দিনের বেলায় শিকার ধরা আত্মরক্ষা করা তাই প্যাচার পক্ষে অসুবিধেজনক। এইসব নানা কারণেই প্যাঁচাকে নিশাচর হতে হয়েছে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment