আজকের বিষয় : চলন্ত বাস থেকে নামার সময় সামনের দিকে তাকিয়ে নামতে হয় কেন?
বাস যখন রাস্তায় চলে তখন বাসের গতিবেগ সঞ্চারিত হয় বাসের মধ্যে থাকা যাবতীয় জিনিস, অর্থাৎ বাসের যাবতীয় কলকবজা, মালপত্র এবং বাসের সমস্ত আরোহীর মধ্যে। আমাদের বাস যখন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দৌড়ায় তখন টের না পেলেও আমাদের শরীরের প্রতিটি অংশের গতিবেগ দাঁড়ায় ঘন্টায় ওই চল্লিশ কিলোমিটার। এটা টের পাওয়া যায় তখনই, যখন বাসটা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। বাসের দাাঁড়িয়ে পড়ার অর্থ বাসের সঙ্গে সঙ্গে আমাদের পা দুটোরও দাড়িয়ে পড়া। শরীরের ওপরের অংশে কিন্তুু আগের গতিবেগের রেশ থেকে যায়। সেই কারণেই, পা দাঁড়িয়ে পড়লেও শরীরের ওপরের ভাগটা এগিয়ে যেতে চায় সামনের দিকে। এ কারণেই হঠাৎ ছুটতে ছুটতে বাসটা থেমে পড়লে, আমরা অনেক সময় সামনে হুমড়ি খেয়ে পড়ি। চলন্ত বাস থেকে নামার ক্ষেত্রেও একই ঘটনার আশঙ্কা থাকে। চলন্ত বাস থেকে রাস্তায় পা রাখার সঙ্গে সঙ্গে সামনে হুমড়ি খেয়ে পড়ি । পেছন দিকে মুখ করে চলন্ত বাস থেকে নামলে, বাস যেদিকে চলছে সেদিকে চিৎ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। বাস থেকে নামার সময় সামনের দিকে নজর রেখে একটু পেছন দিকে হেলে নামলে, শরীরের ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা থাকে না।
No comments:
Post a Comment