আজকের বিষয় : পড়া মুখস্থ করার কিছুদিন পর তা ভুলে যাই কেন?
কোনো কিছুকে আমাদের স্মৃতিভান্ডারে ধরে রাখতে হলে সেটাকে ভালো করে শিখে বা জেনে নিতে হয়। শেখাটা যদি ঠিকমতো হয় তবে তা মনেও থাকে বেশি। এই কারণেই পড়া মুখস্থ করার আগে সেটা ঠিমতো বুঝে নেওয়া দারকার। আবার, শুধু বুঝলেই হবে না, সেইসঙ্গে শেখা জিনিসটাকে স্মৃতিভান্ডারে ধরে রাখার ইচ্ছেটাও থাকা চাই যেমন, পরীক্ষার আগে অনেকে গোটা বইটা পড়লেও, বাছাই করা কয়েকটা প্রশ্নের ওপর বেশি জোর দেয়। পরীক্ষার সময়ে ওই প্র¤œগুলোর উত্তর তারা যতটা ভালো দেয়, অন্য প্র¤েœর উত্তর জানা থাকলেও ঠিক তা মনে করতে পারে না। এর কারণ, পড়ার সময় তারা ধরেই নেয় বাচাই প্র¤œগুলোর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। ফলে, বাছাইয়ের বাইরের উত্তর মুখস্থ করলেও, তাদের মধ্যে আগ্রহের অভাব থাকে বলেই মন থেকে তা হারিয়ে যায় তাড়াতড়ি। আবার, সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি ফিকে হয়ে আসে, শেখা জিনিস আমরা ভুলতে থাকে; অনেক দিন দেখা না হলে পরিচিত মানুসের মুখ মনে করতে পারি না।
সবসময়ই আমরা কিছু শিখছি বা জানছি বা নতুন লোকের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। নুতন কিছু শেখা বা জানার অভিজ্ঞতা এসে জমা হয় আমাদের স্মৃতিভান্ডারে। নুতন স্মৃতি চাপা দেয় পুরনো স্মৃতিকে। পরীক্ষায় আসবেই এমন কোনো কিছু মনে রাখতে হলে পরীক্ষার আগের রাত্রে সেটা পড়তে হয়; কারণ ঘুমনোর সময় আমাদের নতুন কিছু জানা হয় না বলে, ঘুম থেকে ওঠার পরেও আগের রাতে মুখস্থ করা পড়াটা স্মৃতিভান্ডারে অটুট থাকে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment