Breaking

Friday, January 10, 2020

একটা বয়সের পর আমরা আর লম্বা হয় না কেন? -- জানা-অজানা


একটা বয়সের পর আমরা আর লম্বা হয় না কেন?  -- জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : একটা বয়সের পর আমরা আর লম্বা হই না কেন?

একটা বয়সের পর আমরা আর লম্বা হয় না কেন?  -- জানা-অজানা


একটা বয়সের পর আমরা আর লম্বা হয় না কেন?  -- জানা-অজানা
আমদের লম্বা হওয়াটা নির্ভর করে শরীরের লম্বা হাড়গুলির বাড়বৃদ্ধির ওপর। এই ধরনের লম্বা হাড় রয়েছে হাত, ঊরু এবং আরও কয়েকটি জায়গায়। পনোরো বছর বয়স অবধি এই হাড়গুলি ক্রমাগত বাড়তে থাকে বলে আমরা লম্বা হই। পনেরো থেকে পঁচিশের মধ্যে যে কোনো সময়ে এই বৃদ্ধি সম্পূর্ন বন্ধ হয়ে যায়। ফলে পনেরো বছরের পর যে কোনো সময় আমাদের লম্বা হওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জন্মাবার পর লম্বা হাড়ের দুটো প্রান্ত নরম হাড়ের চাকতির সাহায্যে মাঝের অংশ থেকে আলাদা করা থাকে। এদের বলা হয়, কার্টিলেজ। এর দুপাশে হাড় তৈরির কাজ চলে, একটা বয়স পর্যন্ত। যখন ওই কার্টিলেজ হাড়ে পরিনত হয়, তখন লম্বা হাড়ের বাড়বৃদ্ধিও বন্ধ হয়। আমাদের শরীরে হাড় তৈরির ব্যাপারে সাহায্য করে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে বেরোনো গ্রোত হরমোন। এ ছাড়াও, থাইরেয়েড, প্যারাথাইরেয়েড গ্রন্থিগুলিও শরীরের বৃদ্ধির ব্যাপারে ভূমিকা নেয়। অনেক সময় এই সব গ্রনিন্থি থেকে বেরোনো হরমোনেরর তারতম্য হলে, নির্দিস্ট সময়ের আগেই অনেকের লম্বা হওয়াটা বন্ধ হয়ে যায়।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: