আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : সাবানের রং আলাদা আলাদা হলেও সব সাবানের ফেনার রং একই রকম কেন?
সাবানের ফেনা আসলে হল সাবানের নানা মাপের অসংখ্য বুদবুদের সমষ্টি। সাবান-গোলা জলের কণার মধ্যে যখন বাতাস আটকে পড়ে তখনই তা প্রায় গোলাকৃতি বুদবুদের আকার নেয়। সাবান-গোলা জলের পৃষ্টটান কম হওয়ার দরুন হাওয়া-ভর্তি জলের গোলকের দেয়াল সহজেই প্রসারিত বা বিস্তৃত হয়। ওই দেওয়ালের পুরুত্বের ওপর তার পৃষ্টদেশে থেকে রঙের সামান্য আভাস থাকলেও তা অত্যন্ত হালকা বা ফিকে দেখাবে। কিন্তু, অসংখ্য বুদবুদের সমষ্টি সাবানের ফেনায় যখন সূর্যরশ্মি বা কৃত্রিম আলো পড়ে তখন আলোকতরঙ্গ ওই বুদবুদ থেকে বিচ্ছুরিত আলোকের রং বুদবুদের মাপের ওপর নির্ভরশীল। ক্ষুদে মাপেরগুলি যেমন বেগুনি-নীলাভ আলোর রং সরে যেতে থাকবে-অর্থাৎ, সবুজ থেকে হলদে তার থেকে লালের দিকেও । এই এলোমেলো তরঙ্গদৈর্ঘের আলোয় প্রায় সবগুলি রং বর্তমান থাকে বলেই তাদের যুগপৎ উপস্থিতি ফেনাকে সাদা করে তোলে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment