আজকের বিষয় : লোহা ছাড়া অন্য ধাতুতে মরচে পড়ে না কেন?
লোহা যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন দুইয়ে মিলে তৈরি হয় এক বিশেষ ধরনের রাসায়নিক জিনিস, যার রং লাল। এটাই হল মরচে। তবে লোহার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার জন্য জলের উপস্থিতির প্রয়োজন। শুকনো বাতাসের মধ্যে লোহা ফেলে রাখলে মরচে ধরে না। লোহার গায়ে যখন বৃষ্টির জল এসে পড়ে তখন জলের ফোঁটার মধ্যে মিশে থাকা অক্সিজেন লোহার সঙ্গে জোট বেঁধে লাল রঙের মরচের কণা তৈরি করে। জল শুকিয়ে গেলে সেই মরচে লোহার গায়ে লেগে যায়। একবার মরচে পড়লে তা দ্রুত ছড়াতে থাকে। এর কারণ, লোহা এবং অক্সিজেনের মিলনে তৈরি মরচে বাতাসের জলীয়বাষ্প থেকে জলকণা টেনে নেবার ক্ষমতা রাখে। লোহার গায়ে জলের উপস্থিতি যত বাড়ে, ততই বেশি করে সেখানে মরচে ধরে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment