Breaking

Thursday, January 9, 2020

কাঠঠোকরা গাছের গুড়ি ঠোকরায় কেন?


আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : কাঠঠোকরা গাছের গুড়ি ঠোকরায় কেন?


কাঠঠোকরা গাচের কোটরে বাস করে। পুরনো, মৃত গাছের পচে-যাওয়া গুড়ি ঠুকরে, ফাঁকফোকর বানিয়ে সেখানেই বাসা বানায়। যেসব পোকামাকড় কাঠঠোকরার প্রিয় খাদ্য, তাদের বাস গাছের বাকলের ভেতর। এদেরই খোঁজে কাঠঠোকরা তার লম্বা, ছুঁচালা, শক্ত ঠোট দিয়ে গাছের গুড়ি ঠোকরায়। কাঠঠোকরার জিভও অ¦াস্বাভাবিক রকমের লম্বা । ঠোটের ভেতরে তা স্প্রিং এর মতে গুটিয়ে থাকে। গাছের গুড়িতে গর্ত বানানোর পর তার ভেতরে পোকামাকড়ের সন্ধান পেলে, সরু লম্বা জিভের সাহায্যে কাঠঠোকরা তা মুখের ভেতর টেনে নিয়ে আসে।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: