Breaking

Friday, January 10, 2020

শরীরের কোথাও কেটে গেলে অনেক সময় তা সেরে যাবার পরেও দাগ থেকে যায় কেন? --জানা-অজানা

শরীরের কোথাও কেটে গেলে অনেক সময় তা সেরে যাবার পরেও দাগ থেকে যায় কেন? --জানা-অজানা

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : শরীরের কোথাও কেটে গেলে অনেক সময় তা সেরে যাবার পরেও দাগ থেকে যায় কেন?

শরীরের কোথাও কেটে গেলে অনেক সময় তা সেরে যাবার পরেও দাগ থেকে যায় কেন? --জানা-অজানা

যেসব কাটাছেড়া ত্বকের ওপরের এপিডার্মিস স্তর ভেদ করে ভেতরের ডার্মিস স্তরের ক্ষতি করে, অর্থাৎ ক্ষত যদি গভীর হয়, তবে তা সেরে যাবার পরে ও চামড়ায় স্থায়ী দাগ থেকে যায়। শরীরের কোনো জায়গা গভীরভাবে কেটে গেলে, সেখানকার সূক্ষ্ম রক্তনালীগুলি ফেটে যায়। জোড়া লাগার সময় রক্তনালীর কাটা অংশে একরকম কুড়ি  তৈরি হয়। কাটা অংশের মধ্যে এই কুঁড়িগুলি পরস্পরের সঙ্গে জুড়ে যায়। এর ফলে, ত্বকের মধ্যে রক্ত-চলাচল স্বাভাবিক হয়ে আসে। এদিকে, চামড়ার ডার্মিস স্তরে কোলাজেন নামে একধরনের তন্তু বা ফাইবারের যে সুনির্দিষ্ট বিন্যাস থাকে, কাটা জায়গায় নতুন করে কোলাজেন তৈরি হলেও, পুরনো বিন্যাস আর ফিরে আসে না। ফলে ত্বকের ওপর ঠিক কাটার জায়গায়, একটা স্থায়ী দাগ থেকে যায়।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: