আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : চোখে সাবান গেলে চোখ জ্বালা করে কেন?
সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে তেল বা ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে তৈরি হয় সাবান। রসায়নের ভাষায় সাবান হল দীর্ঘ শৃঙ্খলযুক্ত এ ধরনের ফ্যাটি অ্যাসিড। সাবান চোখে গেলে চোখ জ্বালা করে দুটো কারণে। প্রথমত, যে কোনো ধাতব লবণ জলে মিশলে আয়ন বা চার্জযুক্ত কণা তৈরি হয়, যার কাজ হল অনেক সংখ্যক জলকণাকে কাছে টেনে নেয়া। সাবানের ও ধাতব লবণ থাকে। সাবানের কণা চোখের জলে মেশার সঙ্গে সঙ্গে চার্জযুক্ত আয়ন চোখের ভেতরকার জলকণাদের নিজের কাছে টেনে নেয়। এর ফলে, চোখের ভেতরে জায়গায় জায়গায় জলশূন্যতার সৃষ্টি হয়। অশ্রুগ্রন্থির কাজ হল চোখের কর্নিয়াকে সবসময় জলে ভিজিয়ে রাখা। সাবানের স্পর্শে চোখের ভেতর হঠাৎ করে জলশূন্যতা দেখা দিলে, অশ্রগ্রন্থি সঙ্গে সঙ্গে তা আবার ভিজিয়ে দিতে পারে না। চোখের ভেতরটা শুকিয়ে যায় বলেই এক ধরনের অস্বস্তি হতে থাকে। দ্বিতীয়ত, সাবান হল এক ধরনের ফ্যাটি অ্যাসিড। এটা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। ক্ষার চোখের সংস্পর্শে এলে জ্বালা করে। এই সময় চোখে জলের ঝাপটা দিলে ক্ষারের তীব্রতা কমে এবং কর্নিয়ার ওপরকার শুকনো ভাবটা কেটে গেলে চোখ জ্বালা কমে।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment