আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : নাক ডাকে কেন?
গভীর ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস যথেষ্ট গভীর হয়। সোজার কথায় যাকে বলে টেনে শ্বাস নেওয়া। গভীর শ্বাসের একটা ছন্দ থাকে। চিৎ হয়ে শুয়ে থাকার সময় আমাদের জিভ গলবিলের ভেতরে ঠেলে যায়। ফলে বাতাস যাবার পথ সরু হয়ে আসে। যাদের ক্ষেত্রে ওই পথটি বেশি সরু হয়ে পড়ে তারা গভীরভাবে শ্বাস নেবার সময় বাতাস ওই বেশিমাত্রায় সরু হয়ে যাওয়া পথে ঢুকতে গিয়ে বেশি রকেমের বাধা পায়, ফলে বাতাসের বেগ যায় বেশিমাত্রায় বেড়ে। আর, তার ফলে তালুর পেছনের যে নরম তালু বা সফট-প্যালেট আছে, বাতাসের চাপে তাতে কাঁপুনি হয়। এরফলে যে আওয়াজের সৃষ্টি হয় তাই হল নাক ডাকা।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment