Breaking

Thursday, January 9, 2020

এ্যারোপ্লেন বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?---জানা-অজানা


এ্যারোপ্লেন বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?---জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

এ্যারোপ্লেন বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?---জানা-অজানা
আজকের বিষয় : এ্যারোপ্লেনের বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?





সম-আয়তন বাতাসের চেয়ে ওজনে ভারী বিমানের বাতাসে ভেসে থাকার কায়দাটা আছে তার ডানার আকতি ও গতিবেগের মধ্যে। কোনো বিমানই স্থির অবস্থায় বাতাসে ভাসতে পারে না, বেলুন যা পারে। এরোপ্লেন যখন মাটির ওপর দিয়ে গড়িয়ে যায়, তার ডানার উপর-নিচে উলটো দিক থেকে বাতাস বয়ে আসে। বিমানের ডানার প্রস্থচ্ছেদের একট বেশিষ্ট্য আছে যাকে বলা হয় ‘এরফয়েল সেকশন’। এর ওপরের দিকটা নীচের দিকের তুলনায় বেশি বাঁকানো, ফলে লম্বায় বড়। বিমান যখন জোরো চলে, তখন ডানার ওপর দিকে বাতাসের গতিবেগ নীচের তুলনায় বেশি হয়। ফলে ওপরের দিকে বাতাসের চাপ কমে যায়ও নীচে বেশি হয়। ডানার নীচের উচ্চচাপে এরোপ্লেন ওপরের দিকে উঠতে চায়। আর গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে তার ওপরে উঠে যাবার প্রবণতাও বাড়ে। একসময় বাতাসের উর্দ্ধমুখী বল যখন এরাপ্লেনের ওপর মাধ্যাকর্ষণ বলের চেয়ে বেশি হয়, তখন এরোপ্লেন বাতাসে ভেসে ওঠে।
এ্যারোপ্লেন বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?---জানা-অজানাআকাশে একবার উঠে যাবার পর ইঞ্জিন এরোপ্লেনকে সামনের দিকে এগিয়ে যেতে শক্তি জোগায়। ইঞ্জিন ঘোরায় ‘প্রপেলার’ নামে পাখাকে যা স্কুর মতন বাতাস কেটে সামনে এগিয়ে চলে। এরাপ্লেনের গতিবেগ বাড়লে প্লেনের ক্রমশই উপরে উঠে যাবার কথা। এক্ষেত্রে এরোপ্লেনের ছুুচলো মুখটাকে নীচের দিকে নামিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করা হয়, যাতে বাতাসের উর্দ্ধমুখী বল যা এরোপ্লেনকে ঠেলে আকাশে তুলতে চায় এবং মাধ্যাকর্ষণ বল যা এরোপ্লেনকে মাটিতে নামিয়ে আনতে চায় তারা পরস্পরের সমান হয়। এর ফলে এরোপ্লেন ওপর নীচ ওঠা নামা না করে একজায়গায় ভেসে থেকে সামনের দিকে এগিয়ে চলে।


এ্যারোপ্লেন বাতাসে ভেসে থাকতে অসুবিধে হয় না কেন?---জানা-অজানা
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: