আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : অন্য মাছের তুলনায় ইলিশের গা বেশি চকচকে কেন?
যেসব মাছের আঁশ আছে তারা সবাই কম-বেশি চকচকে। মাছের আঁশের মধ্যে বিশেষ একধরনের কোষ থাকে, যা আলো প্রতিফলিত করেতে পারে। ওই কোষগুলোর মধ্যে গুয়ানিন বলে এক ধরনের নিউক্লিক অ্যাসিডের অণু জমা হওয়ার ফলেই এমনটা ঘটে। যেসব মাছের আঁশ যত ছোট আর যত বেশি সারিতে সাজানো, তাদের আঁশ থেকে আলো মোট প্রতিফলনও তত বেশি হয়ে থাকে। অন্য মাছের তুলনায় ইলিশমাছের গায়ে আঁশের আকার ছোট এবং বেশি সংখ্যক সারিতে সাজানো থাকে বলে প্রতিফলিত আলোর পরিমাণ বেশি হয়। মোটামুটি হিসেবে, যতটা আলো ইলিশমাছের গায়ে গিয়ে পড়ে তার শতকরা আলোর পরিমাণ বেশি হয়। মোটামুটি হিসেবে, যতটা আলো ইলিশ মাছের গায়ে গিয়ে পড়ে তার শতকরা আলোর পরিমাণ বেশি হয়। মোটামুটি হিসেবে, যতটা আলো ইলিশমাছের গায়ে গিয়ে পড়ে তার শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ ঠিকরে চলে আসে। এই কারণেই, অন্য মাছের তুলনায় ইলিমের গা বেশি চকচকে দেখায়।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment