Breaking

Thursday, January 9, 2020

শরীরের কোনো জায়গা পুড়ে গেল ফোসকা পড়ে কেন?


আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : শরীরের কোনো জায়গা পুড়ে গেলে ফোসকা পড়ে কেন?

জানা-অজানা
শরীরের ত্বক বা চামড়ার দুটো স্তর বাইরের স্তরটার নাম এপিডার্মিস এবং ভেতরে স্তর হল ডার্মিস। ডার্মিস স্তরে গুরুত্ব বেশি, কারণ শরীরের বিভিন্ন প্রান্ত থেকে রক্তনালীগুলি এসে ওখানেই মিশেছে। পুড়ে গিয়ে, অথবা আঘাত পেয়ে চামড়ার বাইরের এপিডার্মিস স্তরের ক্ষতি হলে, ভেতরের ডার্মিস স্তরের রক্তনালীগুলি থেকে প্লাজমা বা রক্তরস বেরিয়ে এসে এপিডার্মিস স্তরের ঠিক নীচে জমে। নুতন জুতোর চাপে পায়ের চামড়াতেও এটা হতে পারে। ডার্মিস এবং এপিডার্মিস স্তরে মাঝে জমা প্লাজমার চাপে এপিডার্মিস স্তর বেলুনের মতে ফুলে ওঠে। এটাই হল ফোসকা। ফোসকা পড়ার মূল উদ্দেশ্যই হল, এপিডার্মিস স্তর চোট পেলে অথবা নষ্ট হলে রক্তরসের আস্তরণ বানিয়ে চামড়ার ভেতরের গুরুত্বপূর্ণ ডার্মিস স্তরে বাঁচানো।


আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: