Breaking

Friday, January 10, 2020

কাটা জায়গায় চিনি বা বরফ ঘষলে রক্ত পড়া বন্ধ হয় কেন? -- জানা-অজানা


আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : কাটা জায়গায় চিনি বা বরফ ঘষলে রক্ত পড়া বন্ধ হয় কেন?
কাটা জায়গায় চিনি বা বরফ ঘষলে রক্ত পড়া বন্ধ হয় কেন? -- জানা-অজানা

শরীরের কোনো শিরা-উপশিরা কেটে গিয়ে রক্ত পড়া শুরু হলে সেখানে চিনি বা বরফ ঘষতে বলা হয়। চিনি রক্তের সঙ্গে মেশার ফলে যে জিনিসটা তৈরি হয় তার ছোঁয়ায় শিরা-উপশিরার দেয়াল সংকুচিত হয়। এর ফলে ওই শিরা বা উপশিরার কাটা জায়গা দিয়ে বেরিয়ে আসা রক্তের পরিমাণ কমে। চিনি যখন রক্তের সঙ্গে মেশে তখন রক্তের সান্দ্রতা বা আঠালো ভাবটা বেড়ে যায়। এর ফলও শিরা দিয়ে রক্তপ্রবাহে মাত্রা কম হয় এবং তাতেও রক্ত পড়াটা কমে। কাটা জায়গায় বরফ ঘষলে রক্তনালীগুলি ঠান্ডায় কুঁচকে যায়। আবার বরফ ঘষার ফলে রক্তের উষ্ণতা কমে যাওয়ায় রক্তের আটালোভাব বাড়ে। এদিক থেকে চিনি এবং বরফ মোটামুটি একইভাবে রক্তপাত বন্ধ করে। তবে, চিনির তুলনায় বরফ লাগানো বেশি নিরাপদ কারণ চিনির মধ্যে দিয়ে ক্ষতস্থানে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বরফের তুলনায় ঢের বেশি। চিনি বা বরফ না ঘষে ক্ষতস্থানের ওপরটা আঙুল দিয়ে চেপে রাখলে কাটাজায়গায় রক্ত-চলাচল সাময়িকভাবে বাধা পায়, এসব ক্ষতস্থানের রক্ত কয়েকমিনিটের মধ্যে জামট বেঁধে কাটা জায়গাটাকে রক্ষা করে।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।


No comments: