আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : বেড়াল চললে শব্দ হয় না কেন?
গরু-ঘোড়া-ছাগলের পায়ের খুর শক্ত হওয়ার দরুন যখন তারা মাটির ওপর দিয়ে হাঁটে বা দৌড়ায় তখন বেশ শব্দ হয়। কুকুর-বেড়াল বা ওইজাতী প্রাণীদের পায়ের থাবার নীচে গদির মতো অংশ আছে। এতে মাটির ওপর চলাফেরার সময় আওয়াজ হওয়ার কথা নয়। তবু কুকুর দৌড়োলে শব্দ হয়, অথচ বেড়ালের আনাগোনা টেরই পাওয়া যায় না। এর কারণটা লুকিয়ে আছে বেড়ালের থাবা আর নখের গড়ন-গঠনের মধ্যে। কুকুরের থাবার নীচের গদি বেড়ালের তুলনায় অনেক বেশি শক্ত বলে কুকুরের চলাফেরায় বেশি আওয়াজ হয়। তা ছাড়া, কুকুরের বাঁকানো নখ সবসময় থাবার বাইরে বেরিয়ে থাকে বলে চরাফেরার সময় তা মাটিতে আঁচড় কাটে। সেই আওয়াজও আমাদের কানে আসে। বেড়ালের নখ কুকুরের মতো বাঁকানো হলেও তা থাবার বাইরে বেরিয়ে থাকে না। তা ছাড়া, চলাফেরার সময় বেড়াল তার পেশির সাহায্যে নখগুলিকে থাবার মধ্যে ঢুকিয়ে নেয়। ফলে সেগুলো মাটিতে আঁচড় কাটে না এবং কোনোরকম আওয়াজ সৃষ্টি করে না । হাঁটাচলার সময় থাবার নীচের নরম স্পঞ্জের মতো গদির অংশটা কেবলমাত্র মাটির সংস্পর্শে আসে বলেই, বেড়াল চললে শব্দ হয় না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment