Breaking

Thursday, January 9, 2020

সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?


সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?



আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?

আজকের বিষয় : সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?


সমুদ্রের ধারে বালি আসে ভাঙাজমি থেকে। পৃথিবীর অধিকাংশ নদ-নদী প্রতিনিয়ত পাহাড়ি এলাকা দিয়ে আসার সময় প্রস্তরখন্ড গুলিকে গড়াতে গড়াতে, চূর্ণ-বিচূর্ণ করতে করতে সমতলভূমি পেরিয়ে, সেই চূর্ণ অংশ অর্থাৎ বালি এনে ফেলছে সমুদ্রে। সেই বালি গিয়ে জমা হয় সমুদ্রতটের লাগোয়া ঢালু উপকূলে। একে বলা হয়, মহাদেশীয় সোপান। ক্রমাগত বালি জমা হওয়ার ফলে, এই অঞ্চলে তৈরি হয়েছে বালির অফুরন্ত ভান্ডার। সাধারণত, জোয়ার-ভাটা ও তরঙ্গের দোলাচলে সাগরের ফেনা মহাদেশীয় সোপান থেকে বালি তুলে এনে উপকূলের কাছে অগভীর অঞ্চলগুলি ভরাট করতে থাকে। কখনো কখনো বালির স্তূপ দিনে ৩ মিটার. পর্যন্ত উঁচু হয়। সেইসময় সমুদ্রের ভেতর বহু দুর পর্যন্ত চলে গেলেও মনে হয়, জল হাঁটুর ওপর উঠছে না। আবার , সমুদ্রে যেই একবার ঝোড়ো বাতাস শুরু হয়, অমনি বিশাল বিশাল ঢেউ এসে বহুদিনের জমানো বালিকে আবার টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে। নদ-নদীর বয়ে আনা বালি ছাড়াও, পাথুরে তটভূমিতে ঢেউয়ের ধাক্কায় সেখানকার পাথর ভাঙতে থাকে। এর ফলেও সাগরতীরে বালির ভাগ বাড়ে।

সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?

No comments: