আজকের বিষয় : সমুদ্রের ধারে এত বালি থাকে কেন?
সমুদ্রের ধারে বালি আসে ভাঙাজমি থেকে। পৃথিবীর অধিকাংশ নদ-নদী প্রতিনিয়ত পাহাড়ি এলাকা দিয়ে আসার সময় প্রস্তরখন্ড গুলিকে গড়াতে গড়াতে, চূর্ণ-বিচূর্ণ করতে করতে সমতলভূমি পেরিয়ে, সেই চূর্ণ অংশ অর্থাৎ বালি এনে ফেলছে সমুদ্রে। সেই বালি গিয়ে জমা হয় সমুদ্রতটের লাগোয়া ঢালু উপকূলে। একে বলা হয়, মহাদেশীয় সোপান। ক্রমাগত বালি জমা হওয়ার ফলে, এই অঞ্চলে তৈরি হয়েছে বালির অফুরন্ত ভান্ডার। সাধারণত, জোয়ার-ভাটা ও তরঙ্গের দোলাচলে সাগরের ফেনা মহাদেশীয় সোপান থেকে বালি তুলে এনে উপকূলের কাছে অগভীর অঞ্চলগুলি ভরাট করতে থাকে। কখনো কখনো বালির স্তূপ দিনে ৩ মিটার. পর্যন্ত উঁচু হয়। সেইসময় সমুদ্রের ভেতর বহু দুর পর্যন্ত চলে গেলেও মনে হয়, জল হাঁটুর ওপর উঠছে না। আবার , সমুদ্রে যেই একবার ঝোড়ো বাতাস শুরু হয়, অমনি বিশাল বিশাল ঢেউ এসে বহুদিনের জমানো বালিকে আবার টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে। নদ-নদীর বয়ে আনা বালি ছাড়াও, পাথুরে তটভূমিতে ঢেউয়ের ধাক্কায় সেখানকার পাথর ভাঙতে থাকে। এর ফলেও সাগরতীরে বালির ভাগ বাড়ে।
No comments:
Post a Comment