আজকের বিষয় : দেয়ালে ঘুসি মারলে ব্যথা লাগে, অথচ তুলোর বালিশে মারলে লাগে না কেন?
নিউটনের গতিসূত্র অনুযায়ী কোনো ক্রিয়ার বিরুদ্ধে সমান প্রতিক্রিয়া কাজ করে থাকে। দেয়ালে ঘুসি মারা, অর্থাৎ বলপ্রয়োগে সাথে সাথে দেয়ালও সমান পরিমাণ বল হাতকে ফিরিয়ে দেয়। দেয়ালটা শক্ত, নিরেট বলে তার ওপরে যে বল প্রয়োগ করা হয় সেটা চারপাশে ছড়িয়ে যেতে পারে না, ফলে ঠিক যে জায়গাটায় ঘুসি মারা হল ঠিক সেখানেই প্রতিক্রিয়া বলটা কাজ করে এবং সমান জোরালো হয়ে হাতের মুঠিতে ফিরে আসে। এটা অনেকটা পালটা ঘুসি খাওয়ার মতোই। এইজন্যই ব্যথা লাগে। নরম বালিশের ওপর যখন ঘুসি মারা হয়, অর্থাৎ বল প্রয়োগ করা হয়, তখন তা চট করে ছড়িয়ে যায় আশেপাশে। তুলো নরম বলেই এটা হয়। এর ফলে প্রতিক্রিয়া বলও ভাগ হয়ে গিয়ে বালিশের অনেকটা জায়গা জুড়ে কাজ করে। প্রতিক্রিয়া বলের যেটুকু অংশ হাতে ফিরে আসে তার পরিমান যথেষ্ট কম বলেই ব্যাথার অনুভূতি হয় না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment