আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : জুতোর রবার সোলে খাঁজ কাটা থাকে কেন?
রাস্তার ওপর দিয়ে আমরা যখন হাঁটি তখন রাস্তার ওপর জুতোর ঘষটানিতে যে বল তৈরি হয়, তা আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। রাস্তা অথবা জুতোর সোল এই দুইয়ের কোনোটা যদি খুব মসুণ হয়, তবে ঘর্ষণবল কমে যায়। কাচের মতো সমৃণ মেঝের ওপর দিয়ে তাড়াতড়ি হাঁটতে গেলে সেই কারণে এগিয়ে যাওয়া কষ্টকর হয়, বরং পা পিছলে পড়ে যাবার সম্ভবনাই থাকে। জুতোর রবার সোলে অথবা গাড়ির চাকায় খাঁজ কাটা থাকলে, তা রাস্তাকে ভালো করে আঁকড়ে ধরতে পারে। রবার সোল খাঁজকাটা হওয়ার দুরন রাস্তা দিয়ে চলার সময় ঘর্ষণবল বেড়ে যায়। ফলে, পা পিছলে পড়ে যাবার সম্ভাবনা থাকে না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment