আজকের বিষয় : ডিম জলে ডুবলেও নুনগোলা জলে ভেসে ওঠে কেন?
কোনো জিনিস জলে ভাসবে না ডুববে তা নির্ভর করে জিনিসটার ওজন আর আয়তনের ওপর। সমান আয়তনের জলের চেয়ে জিনিসটার ওজন যদি বেশি হয় তবে তা ডুবে যাবে, আর কম হলে ভেসে থাকবে।
জলে নুন মেশালে তার ঘনত্ব আর ওজন দুই বাড়ে। একটা ডিমের সমান আয়তন নুন জলের ওজন, ডিমের ওজনের চেয়ে বেশি হয়। সেই তাই নুন মেশানো জলে ডিম ভেসে থাকে। খেয়াল করলে দেখা যাবে, সমুদ্রের জলে শরীরটা ভাসিয়ে রাখা অনেক সোজা। এর কারণটাও লুকিয়ে আছে নোনা জলের মধ্যে। ডিমকে নুনজলে ভাসিয়ে রাখতে হলে অবশ্য জলে নুনের ভাগটা যথেষ্ট বেশি হওয়া চাই। আবার, জলে নুন মেশাতে মোশাতে একসময় ডিমের ওজন যখন তার সমান আয়তন জলের সমান হয়ে যাবে, তখন ডিমটা জলের ঠিক নিচে ডুবে গিয়ে ও ভাসতে থাকবে, পুরোপুরি তলিয়ে যাবে না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment