আজকের বিষয় : জলের ঝাপটায় স্টোভের আগুন নেভে না কেন?
কোথাও আগুন লাগলে আমরা আগে জলের খোজ করি। জলের ঝাপটায় আগুন নেভে, কারণ আগুনের কাছে এলে জলের ফোঁটাগুলো জলীয়বাষ্পে রূপান্তরিত হয়। অনেকখানি জলীয়বাষ্প যখন আগুনকে ঘিরে ফেলে তখন আগুনের কাছে বাতাসের অক্সিজেনের আসার রাস্তা বন্ধ হয়ে যায়। অক্সিজেন না পেলে আর আগুন জ্বলে কী করে।
কেরোসিন স্টোভের আ্গুন নেভাতে এই কায়দাটা অচল। কোরোসিন জলের চেয়ে হালকা বলে স্টোভের পলতেয় যেই জলের ছিটে লাগে, অমনি কেরোসিন ভেসে ওঠে জলের ওপর এবং জ্বলতে থাকে আগের মতোই। যদি কোনোভাবে বাতাসের অক্সিজেনকে কোরোসিনের কাছে আসতে দেওয়া না যায় তবেই আগুন নিভতে পারে। জলের ঝাপটার বদলে জোরে ফু দিয়ে কোরেসিন স্টোভ নেভানোটা তাই অনেক সহজ।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment