আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : আলো থেকে অন্ধকারে এলে প্রথমটায় কিছু দেখা যায় না কেন?
বেশি আলো বা কম আলোয় দেখার জন্য আমাদের চোখের ভেতরের পর্দা বা রেটিনায় রয়েছে দুরকম বিশেষ ধরনের কোষ যাদের নাম রড আর কোন। চড়া আলোয় দেখা বা রং চেনার ব্যাপারে প্রধান ভূমিকা নেয় কোন আধো-অন্ধকারে, আলো যেখানে কম, সেখানে দেখার ব্যাপারে রড এর সাহায্য প্রয়োজন। জোরালো আলো থেকে হঠাং করে অন্ধকারে আসার পর রড কোষগুলির সক্রিয় হয়ে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগে। আলো-আধারের পরিবেশে যেহেতু রড এর সাহায্য ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব নয়, সেজন্যই ওইধরনের কোষ যতক্ষণ সক্রিয় হয়ে না ওঠে আমরা কিছুই দেখতে পাই না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment