গাছে ঝুলিয়ে রোদে শুকাতে দিয়েছি
এক পাগল অনেকদিন ধরে এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। একদিন পাগলটি এক লোককে পানিতে পড়ে ডুবে যেতে দেখে তাকে পানি থেকে টেনে তুললো। এ ঘটনা এক চিকিৎসক দেখে মনে মনে ভাবলেন, যে পাগল মানুষের প্রাণ বাচাঁতে পারে; সে নিশ্চয়ই আর পাগল নেই। সুস্থ হয়ে গেছে।
এই ভেবে সে পাগলকে তার চেম্বারে ডেকে পাঠলো। চিকিৎসক পাগলকে বললেন-
চিকিৎসক : আমার মনে হয়, তুমি সুস্থ হয়ে গেছ। আমরা তোমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় এক নার্স এসে খবর দিলো-
নার্স : এই পাগল যে লোককে বাঁচিয়েছিল; সে গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে!
চিকিৎসক : দেখো, খুবই দুঃখের কথা। তুমি যে লোককে বাঁচিয়েছিলে; সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
পাগল : লোকটি তো মরেনি। সে পানিতে ভিজে গিয়েছিল তো, তাই তাকে গাছে ঝুলিয়ে রোদে শুকাতে দিয়েছি।
এক পাগল অনেকদিন ধরে এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। একদিন পাগলটি এক লোককে পানিতে পড়ে ডুবে যেতে দেখে তাকে পানি থেকে টেনে তুললো। এ ঘটনা এক চিকিৎসক দেখে মনে মনে ভাবলেন, যে পাগল মানুষের প্রাণ বাচাঁতে পারে; সে নিশ্চয়ই আর পাগল নেই। সুস্থ হয়ে গেছে।
এই ভেবে সে পাগলকে তার চেম্বারে ডেকে পাঠলো। চিকিৎসক পাগলকে বললেন-
চিকিৎসক : আমার মনে হয়, তুমি সুস্থ হয়ে গেছ। আমরা তোমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় এক নার্স এসে খবর দিলো-
নার্স : এই পাগল যে লোককে বাঁচিয়েছিল; সে গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে!
চিকিৎসক : দেখো, খুবই দুঃখের কথা। তুমি যে লোককে বাঁচিয়েছিলে; সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
পাগল : লোকটি তো মরেনি। সে পানিতে ভিজে গিয়েছিল তো, তাই তাকে গাছে ঝুলিয়ে রোদে শুকাতে দিয়েছি।
No comments:
Post a Comment